‘সাব্বাস সিলেট সিটি করপোরেশন, আপনার দৃষ্টি আকর্ষন’
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৯, ৩:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাস্তা সংস্কার না হওয়ায় সিলেট নগরীর তালতলাবাসীর অভিনব প্রতিবাদ জানিয়েছে। নগরীর ভিআইপি রোডের তালতলা পয়েন্টে ‘সাব্বাস’ শিরোনামে বোর্ড টানিয়েছেন তারা।
শনিবার রাত ১০টায় এই সাইনবোর্ড নগরবাসীর নজরে আসে। তবে কে এই বোর্ড সাঁটিয়েছেন তা জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাস্তায় এই ভাঙা অনেক দিন থেকে। যার কারণে ব্যস্ত এই রাস্তায় অহরহই ঘটছে দুর্ঘটনা। অনেক দিন থেকে সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ করার পর কোনো প্রতিকার না পেয়ে এলাকাবাসী এই অভিনব প্রতিবাদ জানায়।
নগরীর জিন্দাবাজারের এহিয়া আহমদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এ অংশটি ভাঙা। এলাকাবাসী সংস্কারের দাবি জানালেও তা কাজে না আসায় এমন প্রতিবাদ জানিয়েছেন।
তালতলার ব্যবসায়ী সাব্বির আহমদ বলেন, ভিআইপি রোডের এ ধরনের ভাঙা যেমন চলাচলে বিঘ্ন ঘটায় তেমনি নগরীর সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সুত্রঃ ডেইলি সিলেট