ইরাকে মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৯, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ইরাকের রাজধানী বাগদাদে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস । মঙ্গলবার দিবসের প্রথমভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মুহা. রেজাউল কবীর, দূতালয় প্রধান মো. অহিদুজ্জামান লিটন, দ্বিতীয় সচিব (শ্রম) আবু সালেহ মোঃ ইমারানসহ কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু মাকসুদ এম ফরহাদ । পরে মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় ।
সন্ধ্যায় বাগদাদের মানসুর হোটেলে ইরাকে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধি, মন্ত্রী, আমলা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ি, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসিদের জন্য জাতীয় দিবস উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও অস্ট্রেলেশিয়া বিভাগের মহাপরিচালক এম্বাসেডর আলী আল দাবাগ। রাষ্ট্রদূত ফরহাদ তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও সম্প্রতী ইরাকের মশুলে ফেরি ডুবিতে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিষ্টারে অন্তর্ভূক্ত হয়েছে তা উপস্থিত অতিথিদের অবগত করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাংলাদেশকে সবার কাছে তুলে ধরেন ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ইরাকের ৪৬ বছরের ঐতিহাসিক সম্পর্ক, ইরাক প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি ও ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ইরাক পরিদর্শনের কথা উল্লেখ করেন । ইরাকি জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে ৪৯তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানান । পরে দূতাবাসের সদস্য ও ছেলেমেয়েদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।