খালেদা জিয়ার মুক্তির দাবীতে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৯, ১১:৪৫ অপরাহ্ণ
লন্ডন অফিস:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেত-কর্মীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে এক প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হরমুজ আলী, সভা যৌথ পরিচালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালিক ও যুগ্ম সাধারণ সম্পাদক এম গুলজার আহমেদ ফয়সাল। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওত করেন সংগঠনের সহ সভাপতি অলি মুক্তা।
সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি নুরুজামান, শফিক আলী, সংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, বার্মিংহাম বিএনপি সাংগঠনিক সম্পাদক সমির আলী, যুক্তরাজ্য যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান শাহীন, বার্মিংহাম যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বুরহান উদ্দিন, সাধারন সম্পাদক রাসেল আহমদ,
ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু, ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সানোয়ার আহমেদ দুরুদ, দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম, কোষাধ্যক্ষ একরাম হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লিটন আহমেদ, সিনিয়র সদস্য আব্দুল বাসিত।
আরো বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদলের সহ সভাপতি লাল মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রাজা, বিলাল উদ্দিন, রোমান আহমদ, আমির উল্ল্যাহ মখদ্দুছ, ওয়েস্ট মিডল্যান্ড যুবদল নেতা হোসাইন আহমেদ সৈয়দ রিয়াদ রহমান,নাহিদ আহমেদ, আব্দুল হান্নান, শাহজান আহমেদ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এক বছর যাবত বিএনপি চেয়ারপার্সনকে বিনা কারণে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার সহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবী করে বলেন, মহাভোট ডাকাত শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করে প্রশাসন ও দলীয় ক্যাডার বাহিনীর মাধ্যমে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।
এই সময় আরো উপস্তিত ছিলেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা কওসার আহমেদ, বদরুল আল মনসুর, সৈয়দ শহীদ, সৈয়দ কিবরিয়া, দুলাল আহমদ, রাজীব আহমদ, আলী নূর প্রমুখ।