সিলেটে অভিযানে দুই ইয়াবা বিক্রেতা আটক
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৯, ১২:৩৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দু’জনের কাছ থেকে ৫১ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
আটককৃতরা হচ্ছে- সিলেটের জকিগঞ্জ উপজেলার নালুহাটি গ্রামের ফখরুল ইসলামের ছেলে কামরান আহমদ (২৬) ও দক্ষিণ সুরমার পিরোজপুরের মৃত ময়না মিয়ার ছেলে কয়েছ আহমদ (৪৯)।
এদের মধ্যে কামরানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে একটি এবং কয়েছের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, মাদক আইনে ৪টি এবং একটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।
তাদের দুজনের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের হয়েছে।