এবার সাবেক অর্থমন্ত্রীর গাড়ী আটকে দিল বিক্ষোব্ধ শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৯, ৪:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
এবার নগরীর চৌহাট্টায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের গাড়ি আটকে দিয়েছে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে চৌহাট্টায় সড়ক অবরোধ করে সিকৃবির শিক্ষার্থীরা। এসময় এই জায়গা দিয়ে সিলেট বিমানবন্দরে পৌছাতে চাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুখে পড়েন মুহিত।
এরপর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গাড়ী থেকে নেমে শিক্ষার্থীদের মঞ্চে যোগ দেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেন। এরপর আ’লীগ নেতাদের অনুরোধে গাড়ী ছেড়ে দেন শিক্ষার্থীরা। সেখান থেকে সাবেক অর্থমন্ত্রীর গাড়ী সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়।