সিলেট পশ্চিম জেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৯, ১২:১০ পূর্বাহ্ণ
মোঃ আব্দুস শহিদ:
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৩ মার্চ, শনিবার, ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ।
এতে শেখ আলী হায়দারকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক এবং কুতুব আল ফরহাদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৩ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ-সভাপতি মো: আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও সালেহ আহমদ, প্রচার সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রচার সম্পাদক আলাউদ্দীন পাশা ও আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক ইসলাম উদ্দীন লতিফি, অফিস সম্পাদক আব্দুল মান্নান, সহ-অফিস সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আজিজ লতিফি, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম ও জুনেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব ও আব্দুল মুক্তাদির ফয়সল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: রুকন উদ্দীন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হান্নান ও বদরুল ইসলাম, সদস্য-নূর হোসাইন, আব্দুল আমীন, আনোয়ার হোসাইন, আব্দুর রাজ্জাক সাজু, শাহিন আহমদ, রুকন উদ্দীন, রইছ উদ্দীন, গিয়াস উদ্দীন, শেখ বিলাল আহমদ, রেদওয়ান রাজা, রুহুল আমীন তালুকদার, মাহবুব খান, ইমরান আহমদ সুফি ও তোফায়েল আহমদ।