অন্যান্য সিটির চেয়ে সিলেটে অনেক বেশি উন্নয়ন হয়েছে : মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৯, ৯:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে সিলেট সিটি কর্পোরেশনে অনেক বেশি উন্নয়ন কাজ হয়েছে। সরকারের অর্থায়নে ও আমার প্রচেষ্টায় এবং নগরবাসী সর্বাত্মক সহযোগিতা থাকায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তিনি বলেন নগরীর অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
মেয়র আরিফ শনিবার দুপুরে নগরীর ভাতালিয়া ডাবতলা এলাকায় আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছার আজিজ, বিশিষ্ট মুরব্বী সালাহ উদ্দীন বকস সালাই, আনোয়ার হোসেন আনাই, আলমগীর হোসেন, ফারুক আহমদ, বাদশাহ মিয়া, নাজিম উদ্দিন, দানাই মিয়া, সোহেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহজান আজিজ, হেলাল আহমদ, জাকারিয়া, লিমন, গোলাম কবির, মাহবুব এলাহী, শাকির আহমদ, রকিব, রবিন, ইমরান, নাইম, জাহিদ, ইমন, জাকারিয়া, পলাশ, জাবেদ, সাজেন, সুহেল আহমদ, তোয়েল আহমদ, তোতা প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম।
এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক গাবিয়ার খাল, বসু খাল, আবুল খাল সহ উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি