গোলাপগঞ্জে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৯, ১২:০১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ এক ব্যক্তির বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিমাদল গ্রামের মৃত বাইদ উল্লাহর পুত্র আব্দুস শহিদ(৪৫)। নিহত আব্দুস শহিদ ৪দিন থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার জুম্মার নামাজের পর একই এলাকার ছল্লাহ মিয়ার বাড়ীর পুকুরের পূর্বপ্রান্তে দুর্গন্ধ জনিত একটি বস্তা স্থানীয়দের নজরে আসে। পরে জনপ্রতিনিধি ও এলাকাবাসী পুলিশে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এলাকাবাসী ও পরিবারের ধারনা পূর্ব শত্রুতার জেরে আব্দুস শহিদকে খুন করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে খুনটি হয়েছে। পুলিশ খুনিদের ধরতে তৎপর রয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।