সিলেটে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৯, ৮:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার লন্ডনী রোডে কিশোরী ধর্ষণের অভিযোগে বাবলুর রহমান বাবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুনুর রশীদ।
ধৃত বাবুল লন্ডনী রোডের শহীদ ম্যানশনের বাসিন্দা। ওই এলাকায় একটি দোকান রয়েছে তার। অন্যদিকে ধর্ষিতা কিশোরী (১৪) লন্ডনী রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কিশোরীর মা থানায় বাবলুর রহমান বাবুলর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দেয়া হয়েছে।