লালাবাজারে গোল্ডেন জিমের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৯, ১:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় গোল্ডেন জিম এর শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল গত ২০ মার্চ বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেড এর চেয়ারমান আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খাইরুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক প্রাইভেট লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক বদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, জালাল আহমেদ, শরীফ উদ্দিন, জাকির হোসাইন, জাহাঙ্গীর আলম, সুমন আহমদ প্রমুখ।
গোল্ডেন জিম সেন্টারের পরিচালনার দায়িত্বে আছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, মোঃ সুমন মিয়া ও খাইরুল ইসলাম। বিজ্ঞপ্তি