গোলাপগঞ্জ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৯, ১০:৫৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মামুনুর করিম ফাহিমের সভাপতিত্বে এবং সদস্য শাহরিয়ার আহমদ ও মিনহাজ আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম।
সভায় উপস্থিত ছিলেন লেখক ও সাবেক সাংবাদিক খায়রুল হক সোয়েব, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রভাষক বায়াত উদ্দিন আহমদ, প্রভাষক লিটন শর্মা, বিশিষ্ট সমাজসেবক শেখ লোকমান আহমদ রিপন, সমাজসেবক রাজু আহমদ, নাফিজ হোসাইন রমজান প্রমুখ। অনুষ্ঠান শেষে ১ম, ২য়, ৩য় সহ ১৭জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।