একঘরে ফেঞ্চুগঞ্জের বিতর্কিত আ.লীগ নেতা মিফতার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৮, ৫:৫৬ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে বলৎকার অভিযুক্ত আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিফতারকে মসজিদ কমিটির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার ও পঞ্চায়েতের সিন্ধান্তে শরিফগঞ্জ গ্রামে একঘরে এবং বয়কট করা হয়েছে।
(৮জুন) শুক্রবার বাদ জুম্মা মাইজগাঁও ইউনিয়নের শরিফগঞ্জ গ্রামের মসজিদ কমিটি এ সিন্ধান্ত গ্রহণ করেন।
জানা গেছে, পূর্ব নির্ধারিত অনুযায়ী শুক্রবার বাদ জুম্মা শরিফগঞ্জ জামে মসজিদ কমিটি গ্রামবাসীদের নিয়ে মসজিদের ভিতর বৈঠক করেন। এ বৈঠকে সর্বসম্মতিক্রমে বলৎকার অভিযুক্ত মিফতার মেম্বারকে মসজিদ কমিটির সহসভাপতি পদ থেকে বহিষ্কার এবং গ্রামের সামাজিকভাবে বয়কট ও একঘরে করা হয়।
বহিষ্কার ঘটনার সত্যতা স্বীকার করে শরিফগঞ্জ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলওয়ার হুসেন বলেন, শিশু বলৎকারের ঘটনা মিফতার মেম্বারকে মসজিদ কমিটি সহসভাপতি পদ থেকে বহিষ্কার ও পঞ্চায়েত থেকে একঘরে করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২ জুন) রাতে মাইজগাঁও সিএনজি স্ট্যান্ড সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতার স্ট্যান্ডে ভর্তি করার কথা বলে এক অটোরিকশা চালককে (১৮) উনার বাড়িতে মোটরসাইকেলে নিয়ে যান। যেখানে ওই চালককে যৌন নির্যাতন(বলৎকার) করেন শ্রমিক নেতা নজরুল ইসলাম মিফতার। পরে স্থানীয় কিছু লোকজন তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।