ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামরানের মারপিটে ব্যবসায়ী আহত
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৭, ৮:৪১ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামরানুল ইসলাম কামরানের হাতে মোস্তফা ইকবাল (৬৫) নামে এক ব্যবসায়ী লাঞ্ছিত ও গুরুতর আহত হয়েছেন। আহত মোস্তফা ইকবালকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মোস্তফা ইকবালের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের নিজ ছত্তিশ গ্রামে। তিনি বিএনপি মনোনীত ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি ইকবালের স্বামী।
মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজগাঁও বাজারস্থ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কামরানুল ইসলাম কামরানের ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত মোস্তফা ইকবালের পরিবার জানান, মঙ্গলবার দুপুরে মাইজগাঁও খেলার মাঠের পাশের নিজের পৈত্রিক জমিতে কাটা গাছ রাখার ভাড়া নিতে কামরানের কাছে যান মোস্তফা ইকবাল। পরে কামরান ওই জায়গার ভাড়া দিবেন না বলেন এবং উত্তেজিত হয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে কামরান রাগান্বিত হয়ে মোস্তফা ইকবালে উপর হামলা চালান। এসময় মোস্তফা ইকবাল হাতে বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোস্তফা ইকবালকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কামরানুল ইসলাম কামরান জানান, কাঠ ব্যবসায়ী রোমন দীর্ঘদিন ধরে মাঠের পাশে ব্যবসা করে আসছে, মোস্তফা ইকবাল চাচা ওই জায়গার সকল কাঠ ও মালামাল সরানোর কথা বলেন। তখন আমি উনাকে মাঠ কমিটির সাথে আলাপ করতে বলি। কথাবার্তা একপর্যায় তিনি উত্তেজিত হয়ে নিজেই পড়ে আহত হন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডাক্তার বিধান সরকার বলেন, রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ তাই সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে