সিলেটের ৮ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থীর নাম ঘোষণা!
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৭, ৯:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় নির্বাচনের বছর দেড়েক বাকি, তবে এরই মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট।
এ উপলক্ষে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলটি প্রার্থীদের নাম ঘোষণা করে।
ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর আহবায়ক মাওলানা আব্দুল মুতিন ধনপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
আসনগুলো হচ্ছে সিলেট-১ (সিলেট সদর-কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা আব্দুল মুতিন ধনপুরী; সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে আ.ক.ম এনামুল হক মামুন; সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ; সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ডা. হাবিবুর রহমান; মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে মাওলানা আছলাম রহমানী; হবিগঞ্জ-১ (হবিগঞ্জ-বাহুবল) আসনে শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান; হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরিগঞ্জ) আসনে মাওলানা ক্বারি আবু ইউসুফ চৌধুরী; সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্বরপুর) আসনে মাওলানা মকবুল হোসেন।
দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী। সভায় সিলেট বিভাগের জেলা, উপজেলা, পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।