নবীগঞ্জে সামাজিক সংগঠন অগ্রযাত্রার উদ্যোগে গাছের চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭, ১০:১১ অপরাহ্ণ
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ। তাই সুস্থ-সুন্দর জীবনের জন্য সবুজ প্রকৃতি রক্ষার্থে গাছ লাগানো জরুরী। সেই সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যেই দীর্ঘদিন যাবৎ আর্থমানবতা, সমাজ সেবা ও মানব কল্যাণে কাজ করে আসছে নবীগঞ্জ উপজেলা শাখার অন্যতম সামাজিক সংগঠন “অগ্রযাত্রা”। প্রতিষ্ঠাকাল থেকেই এই সংগঠনের উদ্যোগে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে আসছে। এর মধ্যে পরিবেশ সচেতনতাবিষয়ক কার্যক্রম অন্যতম। এ কার্যক্রমের আওতায় সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা শুরু হয়েছে। এরই ধারাবাহীকতায় শুক্রবার বাদ জুম্মা বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে ঐতিহ্যবাহী হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রহঃ) ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি কাওছার আহমেদ, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী তৈয়ব উল্লাহ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল লতিফ, অগ্রযাত্রা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলী হাছান লিটন, সাধারণ সম্পাদক সাংবাদিক, কবি-সাহ্যিতিক গীতিকার মোঃ মুজিবুর রহমান, মাদ্রাসার সহকারী শিক্ষক জাবেদ আহমেদ, বাউসা জামে মসজিদের খতিব মাওঃ শাহনুর আহমেদ আজাদী, আগ্রযাত্রার সাংগঠনিক সম্পাদক হাব্বিুল্লাহ রুহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী গোপ, অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা আসমা জান্নাত মনি, মোঃ লিটন আহমেদ, রুহেল আহমেদ’সহ মাদ্রাসার ছাত্র। এ সময় মাদ্রাসার নিকটে একটি চারা রোপন করেন অগ্রযাত্রার নেতৃবৃন্দ।