সরকার বন্যার্তদের সবরকমের সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবে -বালাগঞ্জে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৭, ৭:২২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেছেন, সরকার বন্যার্তদের সবরকমের সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবে। তিনি বলেন দেশের প্রতিটি দুর্যোগ মুহুতে সরকার পাশে থেকে সাধারন মানুষকে সাহস যুগিয়েছেন। বন্যার পানি না নামা পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্যার্তদের সবরকমের সহযোগীতা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীদের সরকারে এ কাজে সহযোগীতা করার আহবান জানান। তিনি বলেন, বন্যার্তদের ত্রান নিয়ে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি ২৫ আগষ্ট শুক্রবার সকালে এবং দুপুরে বালাগঞ্জের দেওয়ানবাজার ও পশ্চিম গৌরিপুরে ভিজিএফ চাল বিদ্যুৎ লাইনের উদ্বোধনে পৃথক পৃথক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার, সিলেট -৩ এর সাংসদ মাহমুদ উস সামাদ চৌধূরী কয়েছ। দেওয়ান বাজারে মোট ৬৬৯ জন উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৩০কেজি হারে চাল বিতরন করা হয়। পাশাপাশি খাপুর গ্রামে পল্লীবিদ্যুতের শুভ উদ্বোধন করেন এবং পশ্চিম গেীরিপুরে ভিজিডি ১৫০শ ভিজিএফ ৫৮৮ জিআর ২শ জনের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন।
এসব পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন পল্লীবিদ্যৎতের সিলেটের জিএম মাহবুল আলম, ডিজিএম মোঃ জহিরুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো জালাল উদ্দীন, দেওয়ান বাজার চেয়ারম্যান নাজমূল আলম নজম, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পশ্চিম গৌরিপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু, সচিব রঙ্গেশ কুমার দাস, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুল কাদির খসরু, আওয়ামীলীগ নেতা হাজী সাইস্তা মিয়া, দিলু মিয়া, ইউপি সদস্য স্বপন কুমার দাস সপু, যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, কয়েছুল আলম, পাশা মিয়া, ইসরাফিল আহমদ শিশু, রুখন মিয়া ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নাসহ ইউ/পি সদস্যবৃন্দ।