ব্যক্তিগত ভাবে প্রত্যেককে ইসলামের পরিপূর্ণ অনুসারি হতে হবে : আব্দুল কাদির সালেহ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৭, ৮:০৩ অপরাহ্ণ
লন্ডন অফিস: সমাজকে বদলাতে হলে,অন্ধকারকে আলোকিত করতে,জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে নিজেকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে পরিপু্র্ন ভাবে ইসলামের অনুসারি হলেই কেবল সব কিছুর পরিবর্তন সম্ভব। তার আগে অবশ্যই নিজেকে ইসলামের প্রকৃত অনুসারি বানাতে হবে।
গত সোমবার ২১ শে আগষ্ট খেলাফত মজলিস বারমিংহাম মিডলেন্ড এর যৌথ উদ্যোগে আস্টনস্ত দারুসসুন্নাহ একাডেমিতে মিডলেন্ড সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বারমিংহাম সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বিষয়ভিত্বিক আলোচনা পেশ করতে গিয়ে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরী খেলাফত মজলিসের উপদেষ্টা বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ক্বারী মাওলানা মুজাম্মীল হুসাইনের দারসে ক্বোরআনের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষন মজলিসে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ।
উপস্তিত ছিলেন বারমিংহাম এর সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ। মিডলেন্ড সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী। মিডলেন্ড সেক্রেটারী সৈয়দ কবির আহমদ। মাওলানা ওলিউর রহমান। মাওলানা ফয়েজ আহমদ। মাওলানা বাহার উদ্দীন। মাওলানা আনছার উদ্দীন। মাওলানা হাবীবুর রহমান। মাওলানা নুরুল আমীন মুন্না। হাজী আব্দুল হান্নান। আইয়ুব আলী। প্রমুখ।