ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়ীতে ডাকাতি : নগদ অর্থসহ ৬ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৭, ২:১৭ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে এক ঘন্টার ব্যবধানে একই রাতে দুটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কাস্তগ্রামের (রাজাপুর) ঢালুছড়া চা বাগানের ব্যবস্থাপক শুধাংশ দত্ত ও গুফিরা গাঁও গ্রামের নুরুল ইসলাম রানার বাড়ীতে এ দুটি ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার দুটি পরিবার জানান, সোমবার মধ্যরাত সাড়ে তিনটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা মাইজগাঁও ইউনিয়নে মৃত সাবেক বিচারপতি জে.এন দেব চৌধুরীর ঢালুছড়া চা বাগানের ব্যবস্থাপক শুধাংশ দত্ত এর বাড়ীতে ১০/১৫ জনের মুখোশ ধারী ও দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ীর দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা বিভিন্ন শয়নকক্ষের আসবাবপত্র তছনছ করে, ১০ ভরি সোনা, নগদ ৭০ হাজার টাকা, ৪টি মোবাইলফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এর আগে একই গ্রামে রাত আনুমানিক ২টার দিকে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের চাকুরীজীবী নরুল ইসলাম রানা বাসায় ১০/১৫ ডাকাতরা হানা দেয়। রানা কাস্তগ্রাম গ্রামের সাহেদ মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া থাকেন। ডাকাতরা এসময় ঘরের আলমারি তছনছ করে ১ভরি সোনা, নগদ ২ হাজার টাকা ও ৪টি মোবাইলফোন নিয়ে যায়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রত রাতেই ডাকাতি হওয়া দুটি বাড়ী পরিদর্শন করেছি।