ওসমানীনগরে কিডনি সমস্যায় ভুগছেন এমেলি, সাহায্যের আবেদন
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৭, ৮:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলার গাভুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমেলি বেগম প্রায় ১মাস ধরে মারাত্মক কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার মোবারকপুর গ্রামের মাহমদ আলীর ছোট মেয়ে ও আলীম উদ্দীন’র স্ত্রী এমেলি বেগম’র চিকিৎসার জন্য এখন দরকার প্রচুর অর্থের। তার পরিবারের লোকজন সুরমানিউজকে জানান, এমেলির চিকিৎসায় প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টাকার উপরে খরচ করেছে পরিবার। কিন্তু বর্তমানে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছে না পরিবার। আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় তাঁর (এমিলি) চিকিৎসা বন্ধের পথে। তাই সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তারা। সবার সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন এমেলি, এই প্রত্যাশা তাঁর বাবা-মা, স্বামীসহ স্বজনদের। সাহায্য পাঠানোর ঠিকানা: এমেলি বেগম, বিকাশ নম্বর ০১৭৪৩৬৭০৪৫২