জগন্নাথপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৭, ১২:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জগন্নাথপুরে সিলেট র্যাব-৯ এর একটি দল অভিযান চারিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার (১৯ আগস্ট) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান- শুক্রবার (১৮ আগস্ট) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে অভিযান চালিয়ে মৃত কুতুব উদ্দিনের ছেলে নাজমুল হোসেনকে (২৭) গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি বিদেশী তৈরি রিভলপার উদ্ধার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।