ওসমানীনগরে বিদ্যুৎ উদ্বোধনে শফিক চৌধুরী : দেশ ও জাতির কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৭, ১০:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ গোটা দেশ উন্নয়নের জোয়ার চলছে। কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সব ধরনের উন্নয়ন হচ্ছে দেশে। দেশ ও জাতীর কল্যাণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আজ শনিবার বিকালে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ধনপুর গ্রামে প্রায় ১৪লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উসমানপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওদুদ’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা নজির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সিলেট বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খলকু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার আলী, উসমানপুর ইউপির ৮ নং ওর্য়াড সদস্য জুবেদ আহমদ লিটন, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এনামুল হক, , যুক্তরাজ্য স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, আওয়ামী লীগ নেতা আরিজ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নেছাওর আলী, আওয়ামী লীগ নেতা তাহির আলী মাষ্টার, জাকির হোসেন, ফারুক মিয়া, রুহুল আমিন শাহিন, আব্দুল জলিল, আনোয়ার মিয়া, জবেদ আলী, যুবলীগ নেতা মোহন আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি সীতল বৈদ্য, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রসিদুল ইসলাম রাসেদ, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সোহেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আলতাফুর রহমান, মঞ্জুর হাসান, জেলা ছাত্রলীগ নেতা শামিম আহমদ, রাশেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আলতাফুর রহমান মঞ্জুর, মিহাদ আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান, সাবেল আহমদ, ফুজায়েল, রাজু ,সাজু, রুমেল. জুনেল,কবির, নাইম, সাকিল প্রমুখ।