ফেঞ্চুগঞ্জে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতি হওয়া টাকা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৭, ৪:৫৫ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের ব্যাপক তৎপরতায় আটককৃত সন্দেহভাজন ব্যক্তির জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে ডাকাতদের লুন্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করেছে পুলিশ।
গত ১৮ আগষ্ট শুক্রবার রাতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলাইছ (৩৫) ময়নুল (২৭) ও সাজ্জাদ (৩৩) নামের ৩জন যুবককে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে ডাকাতির লুটকৃত ১০ হাজার টাকা উদ্ধার করে এবং ডাকাতিকালে ব্যবহৃত হাফপ্যান্ট জব্দ করেছে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ নাজমুল হক শনিবার দুপুরে ডাকাতদের লুটকৃত টাকা উদ্ধার ও ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের ব্রিফিংয়ের মাধ্যমে জানান।
ওসি নাজমুল হক বলেন, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের দিক নির্দেশনায় পুলিশের তৎপরতায় টাকা উদ্ধার ও জড়িতদের কয়েকজনকে ধরা সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার শরীফগঞ্জ গ্রামের প্রবাসী পরিবারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা নগদ অর্থ,স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। পুলিশ অইরাতেই সন্দেহভাজন আবুল হোসেন ও খঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ডাকাতির ঘটনায় লুৎফুর রহমান বাবুল ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।