সিলেট নগরবাসীর জন্য নতুন উপহার ‘নগর অ্যাপস’
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৭, ১১:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরবাসীর জন্য নতুন উপহার নিয়ে আসছে নগরভবন কর্তৃপক্ষ। দ্রুত সেবা প্রদান করার লক্ষ্যে এবার ‘নগর অ্যাপস’ নামে এই নতুন উপহার আসছে, এটি সম্পূর্ণ ডিজিটাল সেবা। এর মাধ্যমে মোবাইল ফোন দিয়ে নগরবাসী ও প্রবাসীরা দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন। বাজেট বক্তৃতায় এসব বিষয় তুলে ধরেছেন মেয়র।
মেয়র জানান- ‘সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কিভাবে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই সম্পর্কেও একটি প্রেজেন্টেশন করা হয়েছিল সম্প্রতি সিটি করপোরেশনের একটি সেমিনারে। যুগের সাথে তাল মিলিয়ে এবং নাগরিক সেবাগুলোকেও জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সকল সেবা যাতে নাগরিকরা ঘরে বসে সহজেই নিতে পারেন সেজন্য আমরা আমাদের সকল সেবা অনলাইন ভিত্তিক করার কার্যক্রম গ্রহণ করেছি।’
ইতিমধ্যে পানির বিল ও টেন্ডার প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ভবন অনুমোদনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় ডিজিটাল সিস্টেম চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। এই সেক্টর নিয়ে যারা কাজ করেন সেইসব প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
মেয়র উল্লেখ করেন-‘নগর অ্যাপস’ নামের এই সেবা চালু হলে নাগরিকদের পাশাপাশি প্রবাসীরা উপকৃত হবেন। প্রবাসীরা বিদেশে বসেই অনলাইনের মাধ্যমেই তাদের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের কর সংক্রান্তসহ অন্যান্য যাবতীয় তথ্য জানতে পারবেন। আবার অনলাইনেই প্রবাসীরা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট আবেদন কিংবা আপত্তি উত্থাপন করে দ্রুত সমাধান লাভ করতে পারবেন।’