সিলেটে টমটম চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৭, ১১:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে টমটম চাপায় একটি শিশুপুত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু খলাছড়া ইউনিয়নের বেউর গ্রামের টেলা চালক আলতাফ হোসেনের পুত্র কিবরিয়া আহমদ।
স্থানীয়রা জানিয়েছেন, একটি টমটম গাড়ী শিশুটিকে চাপা দিলে তাৎক্ষণিক স্থানীয়রা জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, পুলিশ নিহত শিশুর সুরতহাল তৈরি করেছে। দোষী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।