বালাগঞ্জে বিএনপির আনুষ্টানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৭, ৮:৫২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বালাগঞ্জে আনুষ্টানিক নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নূর। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল মিয়া।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ আলী, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ পনির, আব্দুল্লাহ কনাই মোল্লা, সহ-কৃষি সম্পাদক চুনু মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মির্জা আব্দুল বাছিত, পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি হাজী আব্দুল বারী, সহ আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির নেতা জাহেদুর রহমান আরশ, তৈয়বুর রহমান, আবুল কালাম খান মেম্বার, সৈয়দ শেরুল ইসলাম, আজম আলী, মো. মখই মিয়া, ফয়জুল হক মেম্বার, হারুন মিয়া মেম্বার, ফজলু মিয়া, শাহিন আহমদ, বদরুল হোসেন, হাফিজ শরিফ আহমদ, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, সেলিম খান, এনামুল হক মকদ্দছ, আনোয়ার আলী, আঞ্জব আলী, মজল মিয়া, মশবুক আহমদ, ছানা দাস, ফখরুল ইসলাম, লকুছ মিয়া, আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সহ-সভাপতি পুলক দাস দুরন্ত, জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইকবাল হাসান, শাকিল আহমদ বাবু, মোমিনুল হক, জাহাঙ্গীর আলম, বদরুল ইসলাম জাকির, কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম, আতাউর রহমান কাওসার, সালেহ আহমদ, শফিকুননূর, মাহবুব তালুকদার, মুরাদ আহমদ, জাহেদুর রহমান আরশ, আলী আমজদ, হোসেন আহমদ, হাসান আহমদ, বুরহান আহমদ, মিজান বেগ, তপন দাস, রুবেল আহমদ, শেখ মিজান, আব্দুল মালেক, কলেজ ছাত্রদল নেতা ইমন আহমদ শাহিন প্রমুখ।
সভায় বক্তারা সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা করে তাঁকে অবিলম্বে ফেরত প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা বালাগঞ্জের সর্বত্র সদস্য সংগ্রহ অভিযান সফল করে বিএনপি পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে দলীয় নেতাকর্মিদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মিদের হাতে সদস্য ফরম বই তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।