শ্রীমঙ্গলে টানা প্রবল বর্ষণে দেয়াল ধসে শিশুর মৃত্যু, বোন আহত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৭, ৯:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় টানা প্রবল বর্ষণের মধ্যে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে: আহত হয়েছে তার বোন।
শুক্রবার (১১আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদা পাঁচাউন গ্রামের আব্দুল মালিক মেয়ে।
মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পার্শ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে ঘরের বেড়া ভেঙে তার দুই মেয়ের উপরে পড়ে। এতে তার মেয়ে নাহিদা দেয়াল চাপা পড়ে নিহত হয় এবং আরেক মেয়ে নাঈমা আক্তারকে গুরুতর আহত হন। পরে আহত নাইমাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত নাহিদা আক্তার (৮) উত্তর শহশ্রী গ্রামের আব্দুল মালিকের মেয়ে। মালিকের অপর মেয়ে আহত নাঈমা আক্তারকে (৪) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।