সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীর উপর দুর্বৃত্তের হামলা!
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৭, ২:০০ অপরাহ্ণ
শাহরিয়ার রশিদ কয়ছর:
বুধবার রাত ৯ ঘটিকায় নগরীর রিকাবী বাজার মোড়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী “মিহরাব আল রেহমান” দুর্বৃত্তের আকষ্মিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে স্থানান্তরিত করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, হাসপাতালের অস্ত্রপচার কক্ষে তার সফল অস্ত্রপচার করা হয়। ডা. নুরুল হুদা নাইম , ডা. আব্দুস সামাদ আজাদ এবং ডা. সব্যসাচী রায় নেতৃত্বাধীন একটি টিম তার অস্ত্রপচার করেন। কর্তব্যরত চিকিৎসকদের ভাষ্যমতে, তার ইন্টারনাল জুগুলার ভেইন (শিরা) হামলাকারীদের ছুরিকাঘাতে আক্রান্ত হয়েছে এবং উনাদের ভাষ্যমতে এটা কোন অবস্থাতেই কোন ছিনতাইকারীর কাজ নয় বরং এটা পরিকল্পিত।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোরশেদ আহমদ চৌধুরী তাকে বেশ কয়েকবার পরিদর্শন করেন এবং অপারেশন পরবর্তী সময়ে তার ফুসফুসে সমস্যা দেখা দেওয়ায় বৃহস্পতিবার বিকালে তার নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসমানি মেডিকেল এর ছাত্র-শিক্ষকরা এহেন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, মিহরাব আল রেহমানের দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন এবং হামলাকারীদের খুবই দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন।