গোয়ালাবাজারে রাত ১২টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ, পাহারা তৎরপতা বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৭, ১১:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৮ দিনের ব্যবধানে ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আবারও চুরি সংগঠিত হয়েছে। এ নিয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এদিকে চুরি রোধে পাহারা তৎরপতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন প্রশাসন। রাত ১২ টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা এবং ১২টার পরে কাউকে বাজারে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আজ বৃহস্পতিবার ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার করে জনসাধারণকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে চোরচক্র পাশাপাশি দুইটি স্বর্ণের দোকান এবং দুইটি কাপড়ের দোকানের চালের টিন উঠিয়ে ভেতরে ঢুকে নগদ টাকা, রূপার অলংকার এবং কাপড়সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্বর্ণের দোকান গুলোর সিন্ধুক ভাঙতে না পারায় কোন স্বর্ণালংকার নিতে পারেনি। এর পূর্বে চলতি মাসের শুরুতে তিনটি দোকানে একই কায়দায় চুরি সংগঠিত হয়েছিল।