সিলেটে ছাত্রলীগ কর্মীদের উপর হামলার জের : কিশোরগঞ্জে জামায়াতের অফিস ভাঙচুর!
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৭, ১২:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস ভাংচুর করেছে ছাত্রলীগ। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় মিছিল করে ছাত্রলীগ কর্মীরা শহরের নগুয়া এলাকায় পৌঁছে অফিসটিতে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা জামায়াতের সেক্টেটারি অধ্যক্ষ রমজান আলী দাবী করেন, জেলা ছাত্রলীগ সভাপতি লিমন ঢালীর নির্দেশেই তার কর্মীরা আমাদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
থানার ওসি খন্দকার শওকত জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
কয়েকজন ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটে শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে।