বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী মৎস্য চাষীদের প্রশিক্ষন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৭, ৯:০৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: আজ ৯ আগষ্ট বালাগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২ দিন ব্যাপী মৎস্যবিষয়ে মৎস্যচাষীদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। আরডিএফএফ, সিভিজি ফরাফল প্রদর্শন ও খাচায় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। ৫৬ জন চাসীদের মধ্যে তেলাপিয়া, পাংগাস কার্প, মিশ্র চাষ, গাসকার্প মিশ্র, ধান ক্ষেতে মাছ চাষ ও কার্প রেনু চাষীদের ৭ টি ভাগে ভাগ করে এ প্রশিক্ষন প্রদান করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের উপপরিচালক মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুরতান আহমদ, উপপ্রকল্প পরিচালক ডঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন বালাগঞ্জ হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদার।প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে বলেন আগামীতে বালাগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ সয়লাভ করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।