নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৭, ৬:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে । জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী ও এ এস আই সেলিম আহমেদ এর নেতৃত্ত্বে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও এলাকার আনোয়ার হক চৌধুরী’র পুত্র চেক ডিজঅনার মামলার ১বছর ১মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমান চৌধুরীকে বিশেষ অভিযান চলাকালে স্থানীয় একটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । বুধবার সকালে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।