বালাগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে আরসিসি ব্রিজ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭, ৭:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ রাস্তার বালাগঞ্জ বাজার এলাকায় বড় ভাঙ্গা নদীতে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে আরসিসি ব্রিজ নির্মানের নক্সা প্রস্তুত করা হয়েছে।
নক্সাটি উপজেলা পরিষদের পক্ষথেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা এলজিইডি অফিসের সমন্বয়ে Ascent Design and Development প্রতিষ্ঠানের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত নক্সাটি পর্যালোচনা করার লক্ষে অদ্য ৫ আগষ্ট শনিবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদান মিয়া, ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আলী আছকর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেফা বেগম, উপজেলা পরিষদের সদস্য বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজম, উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান। এছাড়ারও সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মাখন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মকবুল মিয়া, সাপ্তাহিক কুশিয়ারার ক‚ল পত্রিকার প্রকাশ হুসাইন আহমদ প্রমূখ।
সভায় প্রস্তুতকৃত নক্সার বিভিন্ন ধিক-বিধিক নিয়ে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী মোঃ তাহমিদুল ইসলাম তানভির, হামিদুল কবির বাপ্পি, নিয়াজ মুর্শেদ এর সাথে উপস্থিত সকল দীর্ঘ্য সময় আলোচনা করে প্রাথমিক ভাবে নক্সাটির উপর সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রস্তাবিত ব্রিজের দু‘পাড় দুটি প্রতিষ্ঠানের আওতায় আছে, একটি সওজ এবং একটি এলজিইডি‘র আওতাধীন। তাই প্রস্তুতকৃত নক্সাটির অনুমোদন দুটি জায়গা থেকেই নিতে হবে, আশা করি চলতি মাসের ১০ তারিখের উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য প্রেরণ করতে পারবো। নক্সাটি সওজ এবং এলজিইডি থেকে অনুমোদন পেয়ে আসার সাথে সাথে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। আমাদের বিশ্বাস, চলতি অর্থ বছরের মধ্যেই ব্রিজটি দৃশ্যমান করতে আমরা স্বক্ষম হব।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মাসেতু নির্মানের উদ্যোগকে অনুসরণ করে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বড় ভাঙ্গা নদীতে আরসিসি ব্রিজ নির্মানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আশা করি প্রকৃতি আমাদের অনুক‚লে থাকলে বছখানের মধ্যে বালাগঞ্জবাসীর স্বপ্নের বড়ভাঙ্গা সেতু দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, এই ব্রিজ নির্মানের সিদ্ধান্ত গ্রহনে অপরিসীম ভুমিকা রেখেছেন এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা পরিষদের সকল সদস্যবৃন্দ তথা সংশ্লিষ্ট ৬টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, আমি ব্যক্তিগত ভাবে বালাগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য যে, বালাগঞ্জ বড় ভাঙ্গা নদীতে ব্রিজ নির্মানের দাবী বহুদিন যাবৎ করে আসছেন ভুক্তভোগী মানুষ। জনসাধারণ চলাচলের সুবিধার কথা বিবেচনা করে, সড়ক জনপথ বিভাব ও এলজিইডির সাথে অনুমোদন বিষয়ে প্রাথমিক আলোচনা করে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ব্রিজ নির্মানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় প্রায় বছর খানেক আগে। সিদ্ধান্ত গ্রহনের পর মন্ত্রনালয় থেকে অনুমোদন নেওয়া হয়।
সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে স্থানীয় দুজন এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিশেষ করে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বিশেষ ভুমিকা রাখেন। ব্রিজটি নির্মিত হলে বালাগঞ্জ সদরের সাথে যোগাযোগের আরেকটি নতুন পালক সৃষ্টি হবে, যোগাযোগের ক্ষেত্রে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ। বিশেষ করে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ রাস্তার আশে-পাশে বসবাসকারীদের জন্য উপজেলা সদরে নিরবিচ্ছন্ন ভাবে যোগাযোগের সহজ পন্থা সৃষ্টি হবে।