বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭, ২:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা অনুদান প্রদান করেন কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা শাখার সভাপতি, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী। এসময় উপস্তিত ছিলেন কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এ,টি,এম মশাহিদ উদ্দীন,কার্যনির্বাহী সদস্য আব্দুল করিম বড় ভুইয়া, মুবিন আহমদ, ওসমানীনগর উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাইস্তা মিয়া, আব্দুল রউফ আব্দুল, যুবনেতা আবুল কালাম, ছাত্রনেতা রায়হান আহমদ, মাসুদুর রহমান, শেফুল আহমদ প্রমুখ।