সিলেটে ইসরাঈলী পণ্য বর্জন করতে হেফাজতের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭, ৫:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ইসলামের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) ও মুসল্লিদের উপর ইসরাঈলী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দেশে ইসরাঈলী পণ্য ক্রয় বর্জন করতে সিলেট নগরীতে আজ শুক্রবার (৪ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন মার্কেটে ও মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন সিলেট জেলা তৃণমূল হেফাজতের আহবায়ক ও যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
ইসরাঈলী পণ্য ক্রয় বর্জন সম্বলিত লিফলেটে ছিলো কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট, পেপসি, মিরিন্ড, ফান্টা, মেগি লুডুস, নেস্টল, নকিয়া, ডাব, মাউন্টেন ডিউ, লাক্স ইত্যাদি।
এ সময় অন্যান্যের মধ্যে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন তৃণমূল হেফাজতের জেলা যুগ্ম আহবায়ক মাওলানা এনামুল হক, হাফিজ কবির আহমদ, হাফিজ মাসউদ আজহার, মোহাম্মদ লুৎফুল করিম রাজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি