ওসমানীনগরে ইমাম সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭, ৫:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা মসজিদে ফিলিস্তিনী মুসলামদের উপর ইসরাইলি বাহিনীর হামলা ও নামাজ পড়তে বাধা দেয়ার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর মানববন্ধন রচিত হয়।
ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. আবুল বশরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মুনতাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, মাও. আব্দুল গফুর সিদ্দিকি, মাও. আবুল কালাম আজাদী, মাও. আব্দুল মতিন গজনবী, মাও. মিনহাজ উদ্দিন, মাও. শাহ মোাহীদ আমিন, মাও. বশির আহমদ, আব্দুল হক, মাও. খায়রুল ইসলাম, মাও. মুছলেহ উদ্দিন, মাও. লিয়াকত আলী, মাও. আব্দুল মুমিন, তানবির রহমান হাসান ও আবুল কালাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম এক হয়ে প্রতিরোধ গড়ে তুলার আহব্বান জানান।