সিলেটে মৃদু ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭, ১২:৪২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। চার-পাঁচ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর। বুধবার রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কতো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।
তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি।