সিলেটে বাবার সাথে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৭, ৯:৪১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: বাবার সাথে মসজিদ থেকে বাড়ি ফেরা হলোনা শিশু মাহিদুল ইসলামের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ বছর বয়সী এই শিশুর। নিহত মাহিদুল ফেঞ্চুগঞ্জ দক্ষিন খিলপাড়ার ছানা মিয়ার পুত্র।
জানা যায়- বুধবার বিকালে উপজেলার খিলপাড়া মসজিদের ইমাম সাহেবের জন্য টিফিন নিয়ে আসেন ছানা মিয়া। এ সময় তার শিশু পুত্র মাহিদুলও সাথে ছিল। ফেরার পথে বাবার হাত ছেড়ে হঠাৎ দৌড় দিয়ে সিলেট ফেঞ্চুগঞ্জ মহাসড়ক পার হয়। রাস্তার ওপাশ থেকে পুনরায় দৌড়ে ফিরে আসার সময় সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিদুল।
নিজ চোখের সামনের ছেলের মৃত্যুতে অচেতন হয়ে যান তার বাবা ছানা মিয়া। প্রতিবেশিরা জানান, মাহিদুলের মহদেহ বাড়িতে আনা হয়েছে।