ওসমানীনগরে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফ্রি সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৭, ১০:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: ওসমানীনগরের অনুশীলন কোচিং সেন্টার’র উদ্যোগে এবারের এইচ.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফ্রি সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। রবিবার স্থানীয় গোয়ালাবাজারের শাহজালাল কমিউনিটি সেন্টারে সকাল ১০ টায় এইচ.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদেরকে নিয়ে ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। অনুশীলন কোচিং সেন্টারে পরিচালক মোতালিব হোসেনরে সভাপতিত্বে ও সহযোগী পরিচালক রেজাউল হক ও শিক্ষক জাহেদ মিয়ার পরিচালনায় সেমিনারে প্রধান অথিতি ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দন রিপন। এসময় বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি