সিলেটে এবার নির্মাণে ত্রুটির কারণে ধ্বসে পড়লো ছাদ!
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৭, ১০:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:এবার নির্মাণে ত্রুটির কারণে সিলেটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণাধীন একটি কক্ষের ছাদ ধ্বসে পড়েছে। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজে এ ঘটনাটি ঘটেছে। রবিবার দুপুর ১ টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনের চতুর্থ তলার একটি কক্ষের ছাদ ধ্বসে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে। ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চতুর্থ তলার সিড়ি ঘরের ছাদ হঠাৎ ধ্বসে পড়েছে। বিষয়টি নির্মাণ কাজের সাথে যুক্ত থাকা প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি আগামীকাল সোমবার সরাসরি আসবেন। তবে এ ঘটনায় কোন হতাহত নেই।