মেয়র আরিফকে সিলেটী হকারদের তিনদিনের আল্টিমেটাম !
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৭, ১:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ এবং স্থায়ী পুনর্বাসনের দাবিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের হকাররা।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীতে সিলেট মহানগর সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।
সিলেট মহানগরের সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান খোকন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সুশান্ত সিনহা সুমন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আউয়াল আহমদ।
অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সদস্যরা স্থায়ী পুনর্বাসনের দাবী জানান। তিনদিনের ভিতরে সমাধান না দিলে তারা কঠোর কর্মসুচীর ঘোষণার হুশিয়ারী দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক খোকন ইসলাম, শফিক আহমদ, আতিয়ার রহমান, আব্দুল আহাদ, আব্দুর রহিম, সদস্য- মতিন মিয়া, হাবীবুর রহমান হাবীব, বশির আহমদ, শাহজাহান আহমদ, হাশিম উদ্দিন, রাহিন আহমদ, ইয়াসিন মিয়া, রুহুল আমিন রুবেল, মখলিছুর রহমান, রফিক মিয়া, পিয়র হোসেন, সাহজাহান সাজু, তিতাব আলী, রুমন আহমদ, ফকির আলী, কিবরিয়া, ইউসুফ, কাবুল আহমদ, খোরশেদ মিয়া, তাজনুর, নজরুল ইসলাম, খলিল, সুমন আহমদ, রফিক আহমদ, মুন্না আহমদ প্রমুখ।