বালাগঞ্জের ৩টি ইউনিয়নে ১৭শ বন্যার্থদের মধ্যে এমপি কয়েছের ত্রান বিতরন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ৮:১২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেছেন, সরকার বন্যার্তদের সবরকমের সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবে। তিনি বলেন দেশের প্রতিটি দুর্যোগ মুহুতে সরকার পাশে থেকে সাধারন মানুষকে সাহস যুগিয়েছেন। বন্যার পানি না নামা পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্যার্তদের সবরকমের সহযোগীতা অব্যাহত থাকবে। দলীয় নেতাকর্মীদের সরকারে এ কাজে সহযোগীতা করার আহবান জানান তিনি বলেন, বন্যার্তদের ত্রান নিয়ে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা । তিনি গত ২৯ জুলাই বালাগঞ্জের পূর্বগৌরিপুরের ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম ও পশ্চিমগৌরিপুরের ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমিরুল ইসলামের সভাপতিত্বে ৩টি ইউনিয়নে ১৭শ বন্যর্তদের মধ্যে ত্রান বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তাছাড়া শুকনো খাবার বিতরন করেন। এসব ত্রান বিকরনী অনুষ্টানে বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউএনও প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালা উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীরীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির খছরু, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু বিভিন্ন ইউনিয়নের সচিব সহ দলীয় নেতা কর্মীরা। প্রত্যককে ১ কেজি করে চাল প্রদান করা হয়। পরে তিনি জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি প্রধান অতিথি হিসাবে পরিদর্শন করেন।