শ্রীমঙ্গলে মহিলা কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ৫:৫৭ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু,শ্রীমঙ্গল থেকে: জ্ঞানের লক্ষী,গানের লক্ষী,শষ্য-লক্ষী নারাী “সুষমা-লক্ষী,নারীই ফিরেছে রুপে,রুপে সঞ্চারি’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজে ২০১৭-১৮ শিক্ষা বর্ষের নবাগত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯জুলাই উক্ত নবীন বরণ অনুষ্ঠানে দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোঃ হারুনুর রশীদ,পরিচালক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চল, সিলেট। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্টাতা সদস্য শ্রী দক্ষিনা রঞ্জল পাল,শ্রী অর্ধেন্দু কুমার দেব,শ্রী দিজেন্দ্র লাল রায়, সামছুদ্দিন আহমদ প্রমুখ। কলেজের পুরাতন ছাত্রীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে।