অক্টোবরে সিলেটে হচ্ছে এনআরবি গ্লোবাল কনভেনশন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ৩:০২ অপরাহ্ণ
জামিল আহমেদ সাহেদ,ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশ বিজনেস কন্সাল্টেন্সি কার্যালয়ে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমি চেম্বারের মধ্যে একটি যৌথসভা হয়েছে। মূলত এই সভায় গুরুত্ব পায় আগামী অক্টোবরে বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিতব্য এনআরবি গ্লোবাল কনভেনশন প্রসঙ্গ। আলোচনা সভায় দুই চেম্বারের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন- ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের সভাপতি এনাম আলী।
আলোচনা করেন- ফ্রান্স-বাংলাদেশ ইকোনমি চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ, ফখরুল আকম সেলিম, এস বি ফারুক, টি এম রেজা, মো. আলাউদ্দিন, তাপস বড়ুয়া রিপন, আজহারুল হক ফেরদৌস, ইয়াহিয়া খান, হেনু মিয়া, এমদাদুল হক স্বপন ও রেদোয়ান জুয়েল প্রমুখ।
সভার আগে দুই চেম্বারের একটি প্রতিনিধিদল ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এনআরবি গ্লোবাল কনভেনশনের বিভিন্ন বিষয় অবহিত করেন।