সিলেটে লক্ষাধিক টাকার মদ উদ্ধার, ধরাছোয়ার বাইরে পাচারকারীরা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ১২:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় লক্ষাধিক টাকার মদ উদ্ধার করেছে বিজিবি। তবে মাদক পাচারকারীদের ধরতে পারেনি তারা। বিজিবির দাবি অভিযান টের পেয়ে মাদক ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে।
শুক্রবার বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার আফিফানগর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৪১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. শাহেদ মেহের।
অভিযানে নেতৃত্ব দেন লালাখাল বিওপির নায়েক সুবেদার কাজী ফরিদ।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আফিফা নগর এলাকার কাঁচা রাস্তার উপর সিএনজি অটোরিকশা তল্লাশিকালে অটোরিকশা স্ট্যান্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল বিদেশী মদ পাওয়া যায়। তবে অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।