জগন্নাথপুরে ৫দিন ধরে নিখোঁজ কিশোর
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৭, ১২:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারাকান্দি ইউনিয়নের বড় ফেছি বাজার থেকে এক কিশোর পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কিশোরের নাম মো. আশরাফুল করিম (১৫)। তার সন্ধান চেয়ে গত শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কিশোরের বাবা বড়ফেছি গ্রামের মো. কুরেশ মিয়া।
কুরেশ মিয়া জিডিতে উল্লেখ করেন, গত ২০ জুলাই বিকেল ৩টার দিকে প্রতিদিনের মতো বড়ফেছি বাজারে যায় আশরাফুল। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সব আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
কুরেশ মিয়া বলেন, আশরাফুলের গায়ের রং ফর্সা, মুখ লম্বাটে ও উচ্চতা আনুমানিক পাঁচ ফুট। বাজারে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্সের ত্রি-কোয়ার্টার প্যান্ট, লাল গেঞ্জি ও সাদা রঙের ফুল হাতা শার্ট।
কেউ আশরাফুলের সন্ধান পেলে ০১৭৫৪৫৪৭৭২০ ও ০১৭৪১৬১৭৭০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।