সিলেট জেলা ছাত্র জমিয়তের মতবিনিময় সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৭, ১০:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল সফলের লক্ষ্যে গতকাল ২১ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় ধোপাদিঘীরপাড়স্থ আল ফালাহ টাওয়ারের দলীয় অফিসে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সাইফুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাওলানা লুৎফুর রাহমান, মাওলানা এমাদুদ্দীন সালিম, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দীন, ভারপ্রাপ্ত প্রচার ও সাহিত্য সম্পাদক ইয়াহয়া হামিদী, অর্থ সম্পাদক রুহুল আমীন, ভারপ্রাপ্ত তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবর, সদর প্রতিনিধি মুফতি আব্দুল মুমিন, জৈন্তাপুর প্রতিনিধি মাওলানা জয়নাল আবেদীন ডালিম, বিয়ানীবাজার প্রতিনিধি হাফিজ মারুফুল হাসান, গোলাপগঞ্জ প্রতিনিধি হাফিজ কবির আহমদ, কানাইঘাট প্রতিনিধি হাবীব মুহাম্মদ, বিশ্বনাথ প্রতিনিধি হাসান বিন ফাহিম, ওসমানীনগর প্রতিনিধি মাওলানা ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি জাকির হোসাইন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি রুহুল আমীন সিরাজী, জকিগঞ্জ প্রতিনিধি জাহেদ আহমদ ফয়সল, বিমানবন্দর প্রতিনিধি মিজানুর রাহমান, জালাবাদ প্রতিনিধি আতিকুর রাহমান মাহফুজ, মুস্তাক আহমদ, মনসুর আহমদ প্রমুখ।
সভায় প্রত্যেক উপজেলা ও পৌর প্রতিনিধিরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সবার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি