বালাগঞ্জের বন্যাদুর্গত পশ্চিম গৌরিপুর পরিদর্শন করলেন ইউএনও, সহযোগিতার আশ্বাস
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৭, ৯:১২ অপরাহ্ণ
বালাগঞ্জ ( সিলেট) প্রতিনিধিঃ
বন্যায় ক্ষতিগ্রস্থ বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুরের একাধিক গ্রাম পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ। আজ শুক্রবার দুপুরে গ্রাম পরিদর্শনকালে তিনি দু’টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তিনি গ্রামবাসীর সাথে উঠান বৈঠকে মিলিত হন। বৈঠকে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক আকন্দ, স্থানীয় ইউপি সদস্য ফজির আহমদ, রাখাল দাস, সাংবাদিক এসএম হেলাল সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তৃতাকালে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মধ্যে সরকারি ত্রাণ তৎপরতার বিষয়ে খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ দিকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ পানিতে ডুবে মৃত্যুর শিকার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ৭বছর বয়সী ইমাদের পরিবারের কাছে ১০হাজার টাকার সরকারি সহায়তার চেক হস্তান্তর করেছেন। গতকাল শুক্রবার স্থানীয় আজিজপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে নিহত ইমাদের পিতা দুদু মিয়ার কাছে চেক হস্তান্তর কালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।