সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৭:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
সংবাদ প্রকাশ ও প্রচারের জেরে আলোচিত নানা অপকর্মের হোতা, প্রতারক ও মামলাবাজ সাইফুল ইসলাম সজীব কর্তৃক মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীসহ ৩ সাংবাদিক ও ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুলাউড়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুলাউড়ার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা। এসময় একাত্মতা পোষণ করে ইউনাইটেড রয়েল্স ক্লাব ও আশিকানে ফুলতলী (রহঃ) কুলাউড়া।
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ার চৌমুহনী চত্তরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, অপরাংশের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু. ইমাদ উদ্দীন, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মানজুরুল হক, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোঃ মোক্তাদির হোসেন, জাতীয় সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক সমিতির কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, ফটোনিউজ বিডির সম্পাদক এমদাদুল ইসলাম, জুড়ী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, শীর্ষ নিউজের মৌলভীবাজার প্রতিনিধি এস এইচ সৈকত, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন রিপন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক প্রথমআলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, দি ডেইলী স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম চৌধুরী, দৈনিক সিলেটের মানচিত্রের কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন, জুড়ী নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ আল আমিন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক ভোরেরপাতা কুলাউড়া প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিম ইউসুফ আহমদ ইমন, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, বোর্ড সদস্য জাহেদ রহমান, শওকত জামান খান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম রানা ও এইচ ডি রুবেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য হায়দার আলী, অশোক চন্দ্র দাস। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক নাজমুল বারী সোহেল। বক্তারা সজিবের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় মৌলভীবাজার জেলার সর্বস্থরের সাংবাদিকরা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন।