ঘর ভাঙছে তাহসান-মিথিলার!
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭, ৩:৫৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
গেল কয়েক সপ্তাহ জুড়ে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনই সত্যি হলো। টেলিভিশন ও সঙ্গীত জগতের তারকা জুটি তাহসান আর মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে।
এই খবর গণমাধ্যমকে তারা নিজেরাই নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তাহসান ও মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন বলেই তারা বিশ্বাস করেন।
২০০৬ সালে নিজেদের পছন্দে বিয়ে করেন এই তারকা জুটি। তাদের প্রেম নিয়ে ভালোবাসার গল্প নামে নাটকও প্রচারিত হয়েছিলো টেলিভিশনে। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।