ফেঞ্চুগঞ্জের ইউএনও হুরে জান্নাত জনপ্রশাসন পদকে মনোনীত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭, ৯:৪৫ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সমাজের সুবিধা বঞ্জিত চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলা পর্যায়ে ‘জনপ্রশাসন পদক ২০১৭’ এর জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
গত ১৬ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিপি-২ শাখা থেকে প্রকাশিত স্মারকে এ খবর নিশ্চিত করা হয়ছে।
স্মারকে উল্লেখ করা হয়- মনিপুর চা বাগানে ০৫ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা কার্যক্রম চালুকরণের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত কে জেলা পর্যায় ‘জনপ্রশাসন পদক ২০১৭’ প্রদানের জন্য চুড়ান্ত মনোনীত করা হয়। এককভাবে অসামান্য অবদান রাখার জন্য সারা দেশে একক ভাবে ছয়জনকে জনপ্রশাসন পদকে ভূষিত করা হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত বলেন,নির্বাহী অফিসারের দায়িত্ব প্রালনকালে মনিপুর চা বাগানে সমাজের সুবিদা বঞ্চিতদের সুবিধা প্রদানের উদ্দেশে সরকারের নির্দেশনা মোতাবেক মনিপুর চা বাগানে যাই। সেখানে একজন নারী চা শ্রমিক সন্তানদের লেখাপড়া শিখার জন্য স্কুলের কথা বলেন।বিষয়টি আমি গুরত্ব দিয়ে স্কুল প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখি। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তরিক সহযোগিতায় মনিপুর চা বাগানে স্কুল চালু করা হয়েছে।